এক নজরে উপানুষ্ঠানিক শিক্ষা
ক) কার্যালয় স্থাপিত : ১৯৯৩ সালে সমন্বিত উপানুষ্ঠানিক শিক্ষা বিস্তার কার্যক্রম নামে প্রতি জেলায় কার্যালয় স্থাপিত হয়। এ কার্যালয়ের প্রধান ছিলেন জেলা কো-অর্ডিনেটর।
খ) বাস্তবায়িত প্রকল্প সমূহ : পিরোজপুর জেলায় বাস্তবায়িত কর্মসূচিসমূহ নিম্নরূপ :
১। সার্বিক সাক্ষরতা আন্দোলন (টিএলএম) কর্মসূচি : জেলার সকল নিরক্ষর ব্যক্তিকে একযোগে সাক্ষর জ্ঞান সম্পন্ন করে গড়ে তোলার জন্য ‘শিক্ষাদীপ্ত পিরোজপুর’ নামে সার্বিক সাক্ষরতা আন্দোলন (টিএলএম) কর্মসূচি বাস্তবায়িত হয়। পিরোজপুর সদর উপজেলা এ কর্মসূচির আওতায় ছিল।
২। গ্রাম শিক্ষা মিলন কেন্দ্র : জেলা কো-অর্ডিনেটরের মাধ্যমে সরকারিভাবে পিরোজপুর সদর উপজেলায় গ্রাম শিক্ষা মিলন কেন্দ্র৷ পরিচালনা কাযর্ক্রম বাস্তবায়িত হয়েছে।
৩। সার্বিক সাক্ষরতা আন্দোলন (টিএলএম) কর্মসূচি : পিরোজপুর সদর উপজেলার নিরক্ষর ও পিছিয়ে পড়া নারী পুরুষদের সাক্ষর জ্ঞান সম্পন্ন করে গড়ে তোলাসহ তাদের কর্মক্ষম ও স্বাবলম্বী করে তোলার জন্য মানব উন্নয়নের জন্য সাক্ষরতাত্তোর কর্মসূচি (পিএলসিইএইচডি-১) প্রকল্প বাস্তবায়িত হয়েছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস